Deshebideshe tv

মালাইকার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন অর্জুন

মালাইকার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন অর্জুন

মুম্বাই, ০৭ জুন- বলিউডের সমালোচিত জুটি অর্জুন ও মালাইকার বিয়ে নিয়ে তাদের ভক্ত ও নিন্দুকদের আগ্রহের শেষ নেই। বর্তমানে একসঙ্গেই নাকি বসবাস করছেন তারা! এমনই খবর শোনা যাচ্ছে অনেক দিন থেকেই।

সম্প্রতি আবারও অর্জুন-মালাইকার বিয়ের খবর নিয়ে ‍তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রায়ই এ দুই তারকা ট্রলের শিকার হন বয়সের পার্থক্য নিয়ে। তবু তারা চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তারা।

গত ১৯ এপ্রিল অর্জুন মালাইকা বিয়ে করবেন বলেও একটি খবর ছড়ায়। সেই তারিখ পার হয়েছে। তারা এখনও বিয়ে করেননি। পরে শোনা যায় অর্জুন-মালাইকা নাকি এই জুনেই বিয়ে করবেন।

একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজেই মুখ খুলেছেন অর্জুন কাপুর। তিনি বলেন, ‘আমার বয়স এখন ৩৩। বিয়ে নিয়ে কোনও তাড়াহুড়ো নেই আমার। যদি আমি বিয়ে করি, তবে সকলে অবশ্যই জানতে পারবেন। এটা নিয়ে আমার লুকনোর কিছু নেই।

এই যে আমার বিয়ে নিয়ে জল্পনা, এটা খুবই বিরক্তিকর। এ  নিয়ে আমার সবসময় উত্তর দিতেও ভালো লাগে না। এরমধ্যে যা শুনেছেন সবই গুজব। তবে এটা নিয়ে কারোর বিরুদ্ধে কোনও অভিযোগও করব না।’

এদিকে করোনার এই ক্রান্তিকালে অন্য তারকাদের মতো অর্জুনও এগিয়ে এসেছিলেন। ৩০০ দিনমজুরকে এক মাসের রেশন দিয়েছেন তিনি।

আর/০৮:১৪/৭ জুন