Deshebideshe tv

গ্রেফতার হওয়ার খবর উড়িয়ে দিলেন পুনম পাণ্ডে

গ্রেফতার হওয়ার খবর উড়িয়ে দিলেন পুনম পাণ্ডে

মুম্বাই, ১৩ মে- লকডাউন অমান্য করায় গ্রেফতার হয়েছেন বলিউডের অভিনেত্রী পুনম পাণ্ডে। এমন একটি খবরই গেল দুদিন ধরে প্রচার হয়েছে। তবে এই খবরকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন নানা ইস্যুতে বিতর্ক তৈরি করা পুনম।

সবাইকে অবাক করে অভিনেত্রী নিজেই জানালেন তিনি পুলিশের কাছে আটক হননি। বরং সোমবার রাতে নিজের বাড়িতে বসে পরপর তিনটি সিনেমা দেখেছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন পুনম।

ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, সোমবার রাতে তিনি ‘মুভি ম্যারাথন’-এর মধ্যে ছিলেন। পরপর তিনটি ছবি দেখেছেন তিনি।

এদিকে তার ফাঁকেই অনেকগুলি ফোন পেয়েছেন। যেখানে সবাই তার অবস্থা নিয়ে জিজ্ঞাসা করছে। বলেছে পুনম নাকি গ্রেপ্তার হয়েছেন। এমনকী সংবাদমাধ্যমেও তিনি এই খবর দেখেন। অভিনেত্রী নিজে এসব দেখেশুনে বেশ বিব্রত বোধ করেছেন।

কারণ তিনি বাইরেও যাননি, গ্রেফতারও হননি। আর তিনি বাড়িতেই আছেন বেশ বহাল তবিয়তে।

আর/০৮:১৪/১৩ মে