Deshebideshe tv

স্বামী রোশানকে ‘বাবা’ বলে ডাকলেন শ্রাবন্তী

স্বামী রোশানকে ‘বাবা’ বলে ডাকলেন শ্রাবন্তী

কলকাতা, ১২ এপ্রিল- করোনার কারণে সব তারকারা একন রয়েছেন ঘরবন্দী। ঘরে বসে বসেই নানারকম কাজে সময় কাটাচ্ছেন তাঁরা।

কেউ করছেন রান্না, কেউ গান, কেউ নাচ, কেউ ছবি আঁকছেন, কেউ হাতের কাজ।

ঘরে বসে এবার ভাইরাল হলেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। ফের নায়িকার নতুন ভিডিও ভাইরাাল সোশ্যাল মিডিয়ায়। এবার বাচ্চাদের গলায় টিকটিক করলেন এ নায়িকা।

ভিডিওতে মজা করে স্বামী রোশানকে ‘বাবা’ বলে সম্বোধন করলেন তিনি । যা দেখে হেসে কুটিপাটি নেটিজেনরা। নানারকম মন্তব্য ছুঁড়ছেন।

আর/০৮:১৪/১২ এপ্রিল