Deshebideshe tv

গুন্ডাদের সমর্থন করায় দীপিকাকে বয়কটের ডাক!

গুন্ডাদের সমর্থন করায় দীপিকাকে বয়কটের ডাক!

মুম্বাই, ৮ জানুয়ারি- দীপিকা পাডুকোন নাকি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছিলেন। ‘ছাপাক’ সিনেমার প্রমোশন সেরে, বিশ্ববিদ্যালয়ে হাজির হন এই অভিনেত্রী। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়ান দীপিকা পাডুকন। আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই দীপিকা যেন ট্রেন্ড করতে শুরু করেছেন সোশ্যাল সাইটে।

এদিকে অভিনেত্রীর পরবর্তী সিনেমা ছাপাক বয়কটের ডাক দেন অনেকেই। কেউ বলতে শুরু করেন, বিবেকানন্দের মূর্তি যখন ভেঙে ফেলা হয়, সেই সময় দীপিকা কোথায় ছিলেন? বিশ্ববিদ্যালয়ে এসে গুন্ডাদের সমর্থন করছেন, আফজল গুরুকেও সমর্থন করছেন দীপিকা- এমন মন্তব্যও করতে শুরু করেন অনেকে। সোশ্যাল ইস্যু নিয়ে ছাপাক তৈরি করেছেন দীপিকা, সেই কারণেই কি তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন? এমন প্রশ্নও তুলতে শুরু করেন অনেকে।

আর/০৮:১৪/০৮ জানুয়ারি