Deshebideshe tv

নায়িকা শ্রাবন্তীর সঙ্গে এবার বনির বিয়ে বিয়ে খেলা

নায়িকা শ্রাবন্তীর সঙ্গে এবার বনির বিয়ে বিয়ে খেলা

কলকাতা, ০৮ ডিসেম্বর- শীত মানেই বিয়ের মৌসুম। দরজায় কড়া নাড়ছে শীত। এই সময়টায় বিয়ের ধুম লেগে থাকে সারাদেশে। বিয়ের খবর আসতে শুরু করেছে একের পর এক। সম্প্রতি বিয়ে করে দুই বাংলায় আলোচনার শিরোনামে আছেন সৃজিত-মিথিলা।

এমন সময় সামনে এলো নতুন খবর। এবার নাকি বিয়ে বিয়ে খেলা খেলছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নতুন এই জুটির নাম শুনে চমকেছেন অনেকেই।

আসল ব্যপারটি হলো নতুন একটি ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বনি ও শ্রাবন্তী। ছবিটির নাম ‘বিয়ে বিয়ে খেলা’। রাজা চন্দের পরিচালনায় আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই ছবির শুটিং।

শুধু বনির সঙ্গে নয় প্রথমবার রাজা চন্দের পরিচালনাতেও প্রথমবারের মতো অভিনয় করবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাঁচ বছরের ক্যারিয়ারে কৌশানি মুখোপাধ্যায় ও ঋত্বিকা জুটিকেই দেখেছেন দর্শক। বনির ক্যারিয়ারে এবার হতে যাচ্ছে নতুন কিছু।

আর/০৮:১৪/০৮ ডিসেম্বর