Deshebideshe tv

আহমদ শাহ আবদালি রূপে ‘পানিপথে’ সঞ্জয় দত্ত

আহমদ শাহ আবদালি রূপে ‘পানিপথে’ সঞ্জয় দত্ত

মুম্বাই, ২৯ নভেম্বর- ‘পানিপথ’ সিনেমায় সঞ্জয় দত্তের ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকেই ইন্টারনেটে তার ভক্তরা হুমড়ি খেয়ে পড়েছেন। ভক্তরা হতচকিত তাদের প্রিয় তারকা অভিনেতার নতুন রূপ দেখে।

‘পানিপথ’ সিনেমায় আহমদ শাহ আবদালির ভূমিকায় অভিনয় করছেন ‘মুন্নাভাই’খ্যাত তারকা সঞ্জয় দত্ত।

সিনেমাটিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘এরকম একটি শক্তিশালী ও হিংস্র চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য চমৎকার অভিজ্ঞতা ছিল। আপনাদের সবার সঙ্গে দেখা হবে ৬ ডিসেম্বর।’

সিনেমাতে সঞ্জয় দত্তকে দেখা যাবে রাজকীয় আফগান যোদ্ধা রূপে। চেহারায় আভিজাত্যের দ্যুতি।

এর আগে ‘অগ্নিপথ’ সিনেমায় কাঞ্চা চিনা চরিত্রেও সঞ্জয়ের ভূমিকা দারুণভাবে প্রশংসিত হয়েছিল।

সঞ্জয় দত্ত আগামীতে আরও বেশ কিছু বড় সিনেমা উপহার দিতে চলেছেন। এর মধ্যে রয়েছে ‘শমশের’, ‘পানিপথ’, ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’, ‘সড়ক ২’ ইত্যাদি।

আর/০৮:১৪/২৯ নভেম্বর