Deshebideshe tv

গুলশানে সৃজিতকে নিয়ে শপিংয়ে মিথিলা

গুলশানে সৃজিতকে নিয়ে শপিংয়ে মিথিলা

ঢাকা, ১৯ নভেম্বর- মিথিলার পরিবারকে সাথে নিয়ে গত শুক্রবার (১৫ নভেম্বর) সৃজিতকে গুলশানের আড়ংয়ের শো রুমে কেনাকাটা করতে দেখা যায়। এসময় মিথিলার পরিবার ও মেয়ে আইরাও সাথে ছিল। সোশ্যাল মিডিয়ায় কেনাকাটার অনেকগুলো ছবি ভাইরাল হয়ে যায়। যেগুলোর সমন্বয়ে একটি ভিডিও ইউটিউবে ঘুরছে। জানা গেছে গত শুক্রবার দেশে তাঁরা আড়ংয়ে শপিং করতে যান।

আনুষ্ঠানিকভাবে মিথিলাকে বিয়ের প্রস্তাব দিতেই বর্তমানে বাংলাদেশে এসেছিলেম সৃজিত। এই প্রসঙ্গে সৃজিতের বক্তব্য, ‘আমি ওর পরিবারকে দীর্ঘদিন ধরে চিনি। ওর পরিবারের সঙ্গে আলাদাভাবে দেখা করার জন্য আমার যাওয়ার কোনও প্রয়োজন নেই।’

‘টাইমস অফ ইন্ডিয়া’য় প্রকাশিত খবর অনুযায়ী, ২০২০-র ২২ ফেব্রুয়ারি বিয়ের দিন ঠিক হয়েছে। যদিও এখনও পর্যন্ত দু’জনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। সংবাদমাধ্যমে সৃজিত বলেছেন, ‘বিয়ে নিয়ে মন্তব্য করব না।’

আর/০৮:১৪/১৯ নভেম্বর