Deshebideshe tv

মিথিলার সাথে বিয়ে নিয়ে যা বললেন সৃজিত

মিথিলার সাথে বিয়ে নিয়ে যা বললেন সৃজিত

কলকাতা, ১৮ নভেম্বর- খবর ছড়িয়ে পড়েছে মিথিলা ও কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এমনকি একটি সম্ভাব্য বিয়ের তারিখও বেরিয়ে আসে গণমাধ্যমের সামনে। এই খবর নিয়ে সৃজিতের মন্তব্য জানতে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অনলাইনে যোগাযোগ করা হয় সৃজিত মুখার্জির সাথে।

কিন্তু বিয়ের এ খবরটি সঠিক নয় বলে দাবি করলেন সৃজিত মুখার্জি। সৃজিত বলেন, আপনারা ভুল খবর শুনেছেন, খবরটি ভুল। সঙ্গে সঙ্গে তার কাছে জানতে চাওয়া হয় কোনটি ভুল- বিয়ে না বিয়ের তারিখ? এবার সৃজিত বলেন, ‘কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কাজে ব্যস্ত আছি’।

আর/০৮:১৪/১৮ নভেম্বর