Deshebideshe tv

অভিনয়ে আবুল হায়াতের নাতনি শ্রীষা

অভিনয়ে আবুল হায়াতের নাতনি শ্রীষা

ঢাকা, ৫ নভেম্বর- এবার গুণী অভিনেতা আবুল হায়াতের নাতনি শ্রীষা অভিনয় জগতে পা রাখল। স্বয়ং নানা আবুল হায়াতের রচনা ও নির্মাণে ‘টাইম ব্যাংক’ নামক একটি টেলিফিল্মে অভিনয় করল (নাতাশা হায়াতের মেয়ে) শ্রীষা। নাতনির অভিনয়ে মুগ্ধ নানা আবুল হায়াত।

তিনি বলেন, ‘অভিনয়ে তার বিপুল উৎসাহ দেখে আমি খুবই আনন্দিত। অভিনয়ের জন্য সে অনেক আগে থেকেই উৎসাহী ছিল। আমার কাছ থেকে সে এই চরিত্রটি চেয়ে নিয়েছে। টেলিফিল্মটি এক বছর আগে লিখেছিলাম। হঠাৎ মনে হলো, ‘আমার সঙ্গে তাকেও একটি চরিত্রে অভিনয় করিয়ে দেখি।

সে কিন্তু খুবই স্মার্টলি চরিত্রটি করেছে! উপরন্তু এই চরিত্রটি নিয়ে তার গবেষণাও আমাকে মুগ্ধ করেছে। শুটিং সেটে চরিত্রটি সম্পর্কে নানা বিষয় জিজ্ঞাসা করেছে। এটা খুবই ভালো লেগেছে।’ মাত্র ১০ বছর বয়সী শ্রীষা সানবিম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। আসছে ৮ নভেম্বর দুপুর ২টার পর চ্যানেল আইয়ে টেলিফিল্মটি প্রচার হবে।

আর/০৮:১৪/০৫ নভেম্বর