Deshebideshe tv

প্রাভাসকে বিয়ে করতে চান কাজল

প্রাভাসকে বিয়ে করতে চান কাজল

মুম্বাই, ৩১ অক্টোবর- দক্ষিণী সিনেমার অভিনয়শিল্পী প্রভাস ও আনুশকা শেঠির বিয়ে হতে যাচ্ছে- এমন একটি খবর বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে। তবে দুজনের কেউই এ বিষয়ে মুখ খোলেননি কখনও। এড়িয়ে গেছেন বারবার। এবার প্রাভাসের সাথে বিয়ে নিয়ে মুখ খুললেন আরেক দক্ষিণী অভিনেত্রী। কাজল আগারওয়াল জানালেন, প্রভাসকে বিয়ে করতে চান তিনি। প্রভাসের সঙ্গে এই অভিনেত্রী অনেক সিনেমাতে কাজ করেছেন।

সম্প্রতি একটি টক শোতে এক প্রশ্নের উত্তরে প্রভাসকে বিয়ের ইচ্ছার কথা জানালেন দক্ষিণী এই সুন্দরী। বাহুবলী সিনেমার পর থেকেই প্রভাস ও আনুশকার বিয়ের বাদ্যি বাজিয়ে দিয়েছেন গুজব সৃষ্টিকারীরা। যদিও প্রভাস এক সাক্ষাৎকারে বলেন, ‘এমন কিছু হলে তো আপনারা (সাংবাদিক) আগেই জানতেন। আমরা দুই বছর যদি প্রেম করতাম, আপনারা জানতেন না?’ অন্য এক সাক্ষাৎকারে প্রভাস বলেন, ‘গুঞ্জন সব সময়ই দ্রুত ছড়ায়। ১১ বছর ধরে আমি ও আনুশকা বন্ধু। আমাদের মধ্যে যদি প্রেম থাকত, কেন আমরা এটি লুকিয়ে রাখব? আমাদের দুজনের কারও বিয়ে না হলে এই গুজব থামবে না।’

প্রভাসের কথা অনুযায়ী আনুশকার সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক হলেও বিয়ে নিয়ে তাঁদের গুঞ্জন থেমে নেই। এর মধ্যে কাজলের এই মন্তব্যে শুরু হলো নতুন গুঞ্জন। কাজল আগারওয়াল ‘ফিট আপ উইথ দ্য স্টারস তেলুগু’ অনুষ্ঠানে স্বীকার করেছেন খুব তাড়াতড়ি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। কাজল বলেন, ‘আমি শিগগিরই বিয়ে করছি।’ কাকে বিয়ে করছেন, তার উত্তর তিনি বলেননি। কিন্তু তাঁকে তিনজন তারকাকে নিয়ে বলা হয়েছিল, কাকে তিনি মারতে চান, কার সঙ্গে তিনি বন্ধুত্ব করতে চান এবং কাকে বিয়ে করতে চান। কাজলের উত্তর ছিল, রাম চরণকে তিনি মারতে চান, এন টি রামারাও জুনিয়রের সঙ্গে বন্ধুত্ব চান আর প্রভাসকে বিয়ে করতে চান।

আর/০৮:১৪/৩১ অক্টোবর