Deshebideshe tv

ক্ষেপেছেন ঐশ্বরিয়া

ক্ষেপেছেন ঐশ্বরিয়া

মুম্বাই, ১৭ সেপ্টেম্বর- স্বামী অভিষেক বচ্চনের ওপরে ভীষণ চটেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। আর কেন এই রাগ জানেন? বিবেক ওবেরয়কে কেন আলিঙ্গন করেছেন অভিষেক? কেনই বা তার সঙ্গে কুশল বিনিময় করলেন? এ নিয়েই চটেছেন ঐশ্বরিয়া।

সালমান খানের সঙ্গে প্রেম ভাঙার পর এই বিবেকের সঙ্গেই সম্পর্কে জড়ান ঐশ্বরিয়া। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।

 সম্প্রতি এক অনুষ্ঠানে বিবেককে জড়িয়ে ধরে তার সঙ্গে কুশল বিনিময় করেন অভিষেক। যা নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা হয়। তবে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেনি ওবেরয় পরিবার এবং বচ্চন পরিবার।

পি ভি সিন্ধুর সম্মান প্রদান অনুষ্ঠানে বাবা সুরেশ ওবেরয় এবং স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয়ের সঙ্গে সামনাসামনি দেখা হলে, তাদের সঙ্গে কথা বলেন অভিষেক বচ্চন। এমনকি, সুরেশ ওবেরয়ের সঙ্গেও কুশল বিনিময় করেন অমিতাভ বচ্চন।

ওই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসার পরই নাকি চটে যান ঐশ্বরিয়া রায় বচ্চন। সাবেক প্রেমিক বিবেক ওবেরয়ের সঙ্গে স্বামী অভিষেকের ওই ছবি দেখেই অখুশি হন নায়িকা।

আর/০৮:১৪/১৭ সেপ্টেম্বর