Deshebideshe tv

মা হওয়া নিয়ে যা বললেন আনুশকা!

মা হওয়া নিয়ে যা বললেন আনুশকা!

মুম্বাই, ৩১ জুলাই- রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে বিতর্কের মাঝেই একটি প্রশ্ন এখন বলিউডে অনেকের মনেই। আর তা হলো বিরাটের স্ত্রী আনুশকা কি অন্তঃসত্ত্বা? বেশ কিছু দিন ধরে সোশাল মিডিয়া জুড়ে এমন অনেক পোস্ট দিচ্ছেন ভক্তরা।

আনুশকা শর্মাকে শেষ বারের মতো সিনেমার পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানের জিরো-তে। বক্স অফিসে জিরো তেমন ব্যবসা করতে পারেনি। এরপর আর কোনো সিনেমা আনুশকা সইও করেননি বলেই জানা গেছে।

ফলে তার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় আরো বাতাস লাগে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন আনুশকা নিজেই। একটি সাক্ষাৎকারে তিনি বিরক্তির সুরে তিনি বলেন, আপনি বিবাহিত হলে মানুষ জানতেই চাইবে আপনি অন্তঃসত্ত্বা কি না। যেটা হয়নি সেটা পড়তে মানুষ ভালোবাসে। মানুষের উচিত তারকাদেরও স্বাধীন ভাবে বাঁচতে দেয়া।

তিনি আরো বলেন, যখন কোনো অভিনেত্রী বিয়ে করেন, তারপরই প্রশ্ন উঠতে শুরু করে, সে অন্তঃসত্ত্বা কি না? একই ভাবে যখন কেউ কারো সঙ্গে ডেট করে, তখন বলা হয় বিয়ে কবে করবে! সব থেকে বিরক্তিকর ব্যাপার হলো মানুষকে বারবার বোঝাতে হয়। কিন্তু আমার কী দরকার সবাইকে ব্যাখ্যা দেয়ার!

এমএ/ ১১:১১/ ৩১ জুলাই