Deshebideshe tv

অভিনেতা কৌশিক সেনকে হত্যার হুমকি

অভিনেতা কৌশিক সেনকে হত্যার হুমকি

কলকাতা, ২৫ জুলাই - নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা কৌশিক সেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ধর্মের নামে গণপিটুনির উন্মাদনার বন্ধ করার আহ্বান জানিয়ে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন ৪৯ জন বুদ্ধিজীবী। এর মধ্যে অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব কৌশিক সেনও ছিলেন।

তিনি দাবি করেছেন, 'গত বুধবার একটি অপরিচিত নম্বার থেকে ফোন আসে। ফোনে বলা হয়, আমি যদি অসহিষ্ণুতা নিয়ে কথা বলা বন্ধ না করি; আমাকে হত্যা করা হবে।'

অভিনেতা কৌশিক বলেন, 'এসব ফোনের হুমকিতে আমি মোটেও বিচলিত নয়। যে নম্বর থেকে ফোন এসেছিল, ওই নম্বরটি প্রধানমন্ত্রী মোদিকে লেখা চিঠিতে স্বাক্ষরকারী অপর ব্যক্তিদের কাছে পাঠিয়ে দিয়েছি।'

প্রধানমন্ত্রীর কাছে লেখা স্বাক্ষরকারীদের মধ্যে আছেন কবি, লেখক, সাহিত্যিক, চিত্র পরিচালক, অভিনেতা, সমাজসেবী, চিকিৎসক, ভাস্কর, পরিবেশবিদ, চিত্রকর, শিক্ষাবিদ, গায়ক।

আছেন চিত্র পরিচালক কেতন মেতে, মণিরত্নম, শ্যাম বেনেগাল, অনুরাগ কাশ্যপ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অভিনয়শিল্পী কঙ্কণা সেনশর্মা, সংগীতশিল্পী শুভা মুদগল, অঞ্জন দত্ত, রূপম ইসলাম ও ঐতিহাসিক রামচন্দ্র গুহ প্রমুখ।

এমএ/ ০৯:১১/ ২৫ জুলাই