Deshebideshe tv

কোহলিকে বিয়ে করার আসল কারণ জানালেন আনুশকা

কোহলিকে বিয়ে করার আসল কারণ জানালেন আনুশকা

মুম্বাই, ১৬ জুলাই- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। অন্যদিকে ভারতের ক্রিকেটার বিরাট কোহলির প্রেম দীর্ঘ বছরের। আনুশকা-কোহলির প্রেম কাহিনীর মতো তাদের বিয়েটাও ছিল রূপকথার।

আনুশকা যখন কোহলিকে বিয়ে করেন তখন তার বয়স ২৯। ওই সময়ে বলিউডে তিনি একের পর এক হিট ছবি দিচ্ছেন। অভিনেত্রী হিসেবে আনুশকা যতটা সফল, ঠিক একইভাবে প্রযোজক হিসেবেও দারুণ সফল তিনি।

২০১৭ সালের ডিসেম্বরে তাদের বিয়ে হয়েছিল ইতালির তাসকান প্রদেশে। দেখতে দেখতে বিয়ের দেড় বছর পার হয়ে গেল এই জুটির। যত দিন যাচ্ছে তাদের দুজনের মধ্যে প্রেম যেন আরও বেড়েই চলেছে।

কিন্তু ক্যারিয়ারের পারদ যখন তুঙ্গে ঠিক তখনই কেন বিয়ে করে ফেললেন আনুশকা? বেশ অনেকবার এই প্রশ্নে মুখোমুখি হলেও এতদিন উত্তর দিতে চাননি আনুশকা। অবশেষে মুখ খুললেন তিনি।

সম্প্রতি একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় আনুশকা শর্মা বলেছেন, ‘আমার তখন বয়স ২৯। আমি আর বিরাট তখন শুধু প্রেমে ছিলাম। অন্য কিছু ভাবার সময়ই ছিল না। তাই আর দেরি করলাম না! প্রেমের মানুষকে হাতছাড়া করতে নেই!’

এমএ/ ০২:৩৩/ ১৬ জুলাই