Deshebideshe tv

হঠাৎ বিয়ের কারণ জানালেন ইশানা

হঠাৎ বিয়ের কারণ জানালেন ইশানা

ঢাকা, ১২ জুলাই- ছোট পর্দার অভিনেত্রী মৌনিতা খান ইশানা বিয়ে করেছেন গত ১০ জুলাই। তাঁর স্বামী অস্ট্রেলিয়া প্রবাসী প্রকৌশলী  সারিফ চৌধুরী। এখন ইশানার ফেসবুক টাইমলাইন ঘুরলেই দেখা যাচ্ছে বিয়ের রঙিন ছবি।

অথচ কিছুদিন আগেও অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন ইশানা। গণমাধ্যমে বিয়ে প্রসঙ্গ এড়িয়ে চলতেন। হঠাৎ বিয়ে করার কারণ জানতে চাইলে দর্শকপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘এটা ঠিক আমি হঠাৎ করেই বিয়ে করলাম। আসলে তিন দিনের মধ্যে সবকিছুর ব্যবস্থা করা হয়েছে। আমি নিজেও জানতাম না এখনই বিয়ে করব। হঠাৎ বিয়ের একটাই কারণ আমার স্বামীর ছুটি নেই। আমিও ব্যস্ত। সবমিলিয়ে ভাবলাম বিয়েটা করি। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সারিফ চৌধুরীর সঙ্গে দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল ইশানার। তবে পারিবারিক সম্মতিতে বিয়ে করেছেন বলে জানান এই অভিনেত্রী।

আগামীকাল শনিবার স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন ইশানা।  দেশে ফেরার তারিখ এখনো ঠিক হয়নি। তবে দেশে ফিরলেই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পরবেন তিনি।

এমএ/ ১০:৪৪/ ১২ জুলাই